- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৮
বেলকা মজিপাড়া স্কুলে বিদায় সংবর্ধনা
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে বিদায় সংবর্ধনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আব্দুর রহিম মিয়া, হায়দার আলী, উজ্জ্বল বিকাশ রায়, সেলিম মিয়া, শিক্ষার্থী মরিয়ম আক্তার প্রমুখ। আগামি ৩০ এপ্রিল এসএসসিসহ সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৩ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকায় আগাম বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা করেন। শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মুসলিম আলী। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।