• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৫৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য শওকত আলী



পিআইডি, রংপুর►

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো: শওকত আলী। 

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

ড. মো: শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও ফলিত গণিত বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০১২ সাল হতে তিনি ফলিত গণিত বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ষষ্ঠ উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোনাকান্দর গ্রামে ১৯৭৩ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন।