- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:৫৪
বেকারত্ব দূরীকরণে একমাত্র সহায়ক হচ্ছে কারিগরি শিক্ষা- রংপুর বিভাগীয় কমিশনার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কারিগরি শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশে কারিগরি শিক্ষার হার মাত্র ১৭ ভাগ। বেকারত্ব দূরীকরণের একমাত্র সহায়ক হচ্ছে কারিগরি শিক্ষা। সে কারনে গাইবান্ধার পলাশবাড়ি এবং পীরগঞ্জ এলাকার মধ্যে ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া প্রতিটি জেলায় কারিগরি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হবে।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান এসব বলেন।
তিনি বলেন, রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম ও দিনাজপুরে কৃষিতে উৎপাদিত পণ্য সংরক্ষাণাগার কেন্দ্র স্থাপন হচ্ছে। যা রংপুর বিভাগে কৃষির জন্য একটি বড় সাফল্য। তিনি মানুষের জন্য কাজ করা এবং মানুষকে ভালবাসতে সকলকে আহবান জানিয়েছেন। কে বড় কে ছোট তা না ভেবে সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি এক সাথে মিলেমিশে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, গাইবান্ধার ডিডিএলজি মো. শরীফুল ইসলাম, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, উম্মে ছালমা, উপজেলা কৃষি অফিসার ফজলুল করিম, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রেজাউল ইসলাম সরকার, মনজু মিয়া, সৈয়দ বদিরুল আহসান সেলিম প্রমুখ।
পরে তিনি অসহায়দের মাঝে ঢেউটিন ও পাটবীজ বিতরণ করেন। শেষে পৌরসভা পরিদর্শন করেন।