• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:০৯

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা



মাধুকর ডেস্ক►

বৃহস্পতিবার (১৭ আগস্ট) শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। একটানা পরীক্ষা চলবে বেলা একটা পর্যন্ত।

এ বছর মোট পরীক্ষার্থী রয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৯টি বোর্ডে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিমে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরিতে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছে।

এদিকে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সারাদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ১০দিন পিছিয়ে শুরু হবে ২৭ আগস্ট।

চলতি বছর আইসিটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।