• মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে

বৃষ্টিতে বিপাকে সুন্দরগঞ্জের ভুট্টা চাষিরা



তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►

গত কয়েকদিনের বৃষ্টির কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুট্টাক্ষেতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। একদিকে দিনমজুর সংকট অন্যদিকে ভুট্টার পাকা আঁটি বা তোরে পানি জমে কালচে বর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে ঘরের মধ্যে মজুদ রাখা ভুট্টা শুকাতে না পারায় বিবর্ণ হয়ে যাচ্ছে। 

এসব কারনে ভুট্টার ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চরাঞ্চলের চাষিরা। বিশেষ করে তিস্তার চরে চলতি মৌসুমে ব্যাপক হারে ভুট্টার চাষাবাদ হয়েছিল। সেই সঙ্গে ফলনও হয়েছিল ভালো। কিন্তু বিধিবাম, ঘরের তোলার মুখে কালবৈশাখী বৃষ্টি-বাদলে চাষিদের অনেকটা ক্ষতি হল।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৮৩২ হেক্টর জমিতে ভূট্টার চাষ হয়েছে। এর বেশির ভাগ চাষ হয়েছে তিস্তার চরাঞ্চলে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। স্বল্প খরচে অধিক লাভের আশায় কৃষকরা এখন ভূট্টা চাষে আগ্রহী হয়ে উঠছে। দিন যতই যাচ্ছে ততই ভূট্টার চাষ বেড়েই চলছে। ইতোমধ্যে অর্ধেক জমির ভূট্টা ঘরে তোলা হয়েছে। 

বেলকা চরের ভূট্টা চাষি মনজু মিয়া বলেন, তিনি পাঁচ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছেন। ইতোমধ্যে তিন বিঘা জমির ভূট্টা ঘরে তুলেছেন। বাকী দুই বিঘা জমির ফসল ঘরে তুলতে পারেন নাই। এর মধ্যে তিন দিন হতে দফায় দফায় বৃষ্টি-বাদলের কারনে ভূট্টাক্ষেতে পানি জমে গেছে। সেই সাথে পাকা আঁটি বা তোরে পানি ঢুকে কালচে বর্ণ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন এতে করে দাম কম হবে। বর্তমান বাজারে প্রতিমন ভূট্টা ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলন ভাল হলে প্রতিবিঘা জমিতে ৩০ হতে ৩৫ মন ভূট্টা পাওয়া যায়।

হরিপুর চরের ভূট্টা চাষি আব্দুর রাজ্জাক বলেন, বৃষ্টি-বাদলের কারনে দিনমজুর পাওয়া যাচ্ছে না। সে কারনে ক্ষেত হতে ভূট্টা বাড়িতে নিয়ে আসা কষ্টকর হয়ে পড়েছে। পরিজন নিয়ে দিনরাত কাজ করতে হচ্ছে। ভূট্টা বৃষ্টিতে ভিজে যাওয়ার কারনে দাম অনেকটা কম হবে।

ভূট্টা ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, বিবর্ণ ভূট্টার দাম অনেকটা কম। ভূট্টার মহাজন বা ফিড় তৈরির কারখানার মালিকরা কালচে বর্ণের ভূট্টা নিতে চায় না। 

উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির বলেন, চলতি মৌসুমে উপজেলায় ব্যাপক হারে ভূট্টার চাষ হয়েছে। সেই সাথে ফলনও ভাল হয়েছে। শেষ সময়ে এসে বৃষ্টির কারণে সামন্য সমস্যা দেখা দিয়েছে চাষিদের। এক সপ্তাহের মধ্যে তীব্র রোদে ভূট্টা শুকাতে পারলে কোন ক্ষতি হবে না।