• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৮-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫

বৃদ্ধ, নারী ও পুরুষসহ দুই পরিবারের ৮ জন সদস্য অচেতন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে সোমবার দুপুরের খাবার খেয়ে অচেতন হলেন দুই পরিবারের ৮ জন সদস্য।  বৃদ্ধ, নারী ও পুরুষসহ অচেতন হওয়া দুই পরিবারের সদস্যরা গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থরা হলেন, উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেড়া গ্রামের মৃত বিদু ভূষনের ছেলে ভবনাথ সরকার (৫০) ও তার স্ত্রী রেবা রানী (৪৫) এবং ছেলে লিয়ন চন্দ্র সরকার (২৫), মেয়ে লাবনী রানী (১৮)। অপর পরিবারের চার সদস্য হলেন, মৃত বিধু ভূষণের ছেলে গনেশ চন্দ্র (৪০), তার স্ত্রী সাথী রানী (৩০) ও বিধু ভূষণের স্ত্রী অনিমা রানী (৭০) এবং গনেশ চন্দ্রের শাশুড়ি গীতা রানী (৬৫)। 

স্থানীয়রা জানান, বিধু ভূষণের একটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলে এলাকার অসংখ্য লোক দেখতে আসে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কে বা কারা অসৎ উদ্দেশ্যে ওই লোকজনদের সাথে এসে টিউবওয়েলের পানিতে চেতনা-নাশক ওষুধ প্রয়োগ করে থাকতে পারে। আর ওই টিউবওয়েলের পানি সেবন করে দুই পরিবারের সদস্যরা প্রথমে অস¦স্থিতে ভুগতে থাকেন এক পর্যয়ে সকলেই অচেতন হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের রাতেই উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত জ্ঞান ফিরে না আসায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় প্রতিবেশিরা তাদের বাড়ি পাহারা দেওয়ায় কোন মালামাল খোয়া যায়নি।

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, এখনও সকলের জ্ঞান ফেরেনি। মঙ্গলবার দুপুরে ২ জনের জ্ঞান ফিরে আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। অসুস্থ হওয়ার কারণ এখনও অজ্ঞাত। তবে ফুডপয়জনিং থেকেও এ রকম হতে পারে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।