• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ রাত ০৮:১৮

বৃত্তির সংশোধিত ফল বুধবার, তদন্ত কমিটি গঠন



নিজস্ব প্রতিবেদক ►

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফলাফল বুধবার (১ মার্চ) প্রকাশিত হবে। ফলাফলে সমস্যা হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ড. উত্তম কুমার দাশ বলেন, বৃত্তি পরীক্ষার ফলে কোডিং সংক্রান্ত সমস্যা হয়েছিল। সেটি সমাধানে কাজ চলছে। এটি খুব ছোট সমস্যা। তবে এ ধরনের ঘটনা কাম্য নয়।

জানা যায়, বৃত্তি পরীক্ষার ফলাফলে কোডিংয়ের সমস্যাটি খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের চার ঘণ্টা পর সেটি স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, কোডিং এর সমস্যা হওয়ার কারণে এই ফল স্থগিত করা হয়েছে। যারা বৃত্তি পেয়েছে তাদের ফল পরিবর্তন হবে না।