- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৫-২০২৪, সময়ঃ দুপুর ০২:০৪
বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভাতিজির জমি দখলের অভিযোগ
দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারই ভাতিজি রেহনুমা হোসেন।
আজ মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২ টার দিকে বীরগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
বর্তমান বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের বড় ভাই মরহুম আমজাদ হোসেনের তৃতীয় কন্যা রেহনুমা হোসেন লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বাবার রেখে যাওয়া বসতবাড়িসহ দোকানপাট ও বেশ কিছু জমি দখল করে নিয়েছেন আমিনুল ইসলাম। তার ভয়ে ভাতিজি রেহনুমা রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা অন্যত্র বসবাস করছেন।
তিনি আরোও বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মদ্যপ পান করে মাতাল অবস্থায় বেশ কয়েকবার তাদের বসতবাড়িতে দখল নেওয়ার পাঁয়তারা করলে পুলিশের সহযোগিতায় সেই সময় রক্ষা পেলেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এখন। স মিল সংলগ্ন বেশ কিছু জায়গা ইতিমধ্যে দখল করে নিয়েছেন তিনি।
এছাড়া তার লাঠিয়াল বাহিনী দ্বারা যে কোন মুহূর্তে তার পরিবারের একমাত্র উত্তরাধিকারী কে ক্ষতি করার জন্য বিভিন্ন রকমের পাঁয়তারা শুরু করেছে।
রেহেনুমা রহমান আরো বলেন, তার একটি মাত্র ভাই হঠাৎ করেই মৃত্যুবরণের খবর শোনার পর তার বাবা আমজাদ হোসেন ও হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। একই দিনে বাবা এবং ভাইকে হারিয়ে পরিবার নিয়ে দিশাহারা হয়ে পড়ি।পরিবারের একমাত্র উত্তরাধিকারী ভাইয়ের অবুঝ চার বছরের সন্তান রয়েছে। এই সন্তানকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে কোন মুহূর্তে অর্থলোভী এই আমিনুল ইসলাম ক্ষতি করার আশঙ্কা করছি। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বলেন, নাবালকের সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে। এজন্য আমি একটি আদালতে মামলা দায়ের করেছি। এই মামলা দায়ের করার পর তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। নির্বাচন আচরণবিধিতে উল্লেখ রয়েছে নির্বাচন চলাকালীন সময়ে কোন প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা যাবে না। তাই কোন একজন প্রার্থী নিজের স্বার্থের জন্য এই হীনমন্যমানসিকতার কাজগুলো করে বেড়াচ্ছে এতে করে ভোট বাড়তেছে না।