• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১১-২০২৩, সময়ঃ দুপুর ০১:০২

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠন



মাধুকর ডেস্ক►

বিশ্বকাপে বাংলাদেশের এমন ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটিতে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং আরেক দুই পরিচালক মাহাবুবুল আলম ও আকরাম খানকে সদস্য করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবির মিডিয়ার বিভাগ।

তবে ঠিক কতদিনের মধ্যে এই কমিটি তাদের প্রতিবেদন ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করবে, তা উল্লেখ করেনি বিসিবি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৯ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।