• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২১

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা



নিজস্ব প্রতিবেদক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম'র জন্মবার্ষিকী উদযাপনে গাইবান্ধা জেলা প্রশাসন এর আয়োজনে সম্মেলন কক্ষে বুধবার সকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন- গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন- গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ প্রফেসর এ,কে,এম  শফিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মাযহার উল মান্নান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের জেলা টিচার্স ট্রেনিং সেন্টার কামরুল হাসান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল এমরান খন্দকার, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,  রেজাউল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, শিল্পী শাহ মশিউর রহমান, সাহিত্যিক ও সাংবাদিক অমিতাভ দাস হিমুন, কবি ও প্রভাষক গৌতমাশিষ গুহ সরকার, গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবির বাদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি শাহরিয়ার ইসলাম বিপ্লব, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ অনেকে।

উল্লেখ্য, সভায় আগামী ৮ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী পালন এর সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।