- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-২-২০২৫, সময়ঃ সকাল ১০:৩২
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু
মাধুকর ডেস্ক►
টঙ্গীর তুরাগ নদের তীরে আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এই পর্বের ইজতেমা আজ ফজরের পর থেকে শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় এর আনুষ্ঠানিকতা।
ইজতেমা উপলক্ষে বুধবার রাত থেকেই ইজতেমায় আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালেও ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আগামী রোববার ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করছেন আয়োজকরা।
দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়। ইজতেমা উপলক্ষে আগেই প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন ইজতেমা মাঠে। তাদের সবার সঙ্গে গাট্টিবোঁচকা। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত জায়গায় (খিত্তা) তারা অবস্থান নিয়েছেন।
তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা।
নানা বাধা হুমকিধামকি আতংক পরিস্থিতি পেরিয়ে অবশেষে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে তাবলীগ জামাতের সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হল।
ভবিষ্যতে সাদপন্হীরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আর কোনো দিন বিশ্ব ইজতেমা করতে পারবে না এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে। এটিই তাদের শেষ বিশ্ব ইজতেমা!