- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৭
বিশাল বহর নিয়ে গ্রামের বাড়ি এলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি
মাধুকর ডেস্ক ►
দুই শতাধিক মাইক্রোবাস ও দেড় হাজার মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে সৈয়দপুর থেকে গ্রামের বাড়ি গেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়ক সংলগ্ন ফাইভ স্টার মাঠে এক পথসভা শেষে এসব গাড়ি ও মোটরসাইকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে রওয়ানা হন তিনি।
এর আগে ছাত্রলীগ সভাপতি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন। পরে সড়ক পথে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় যাওয়ার পথে নীলফামারী জেলা ছাত্রলীগ আয়োজিত ওই পথসভায় বক্তব্য দেন।