- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-২-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৩
বিরামপুরে সড়ক দূর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু, বেঁচে গেলেন স্বামী ও সন্তান
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর বিরামপুরে মোটর সাইকেলের সাথে কাভারভ্যানের সাথে সংর্ঘের ঘটনায় কাভার ভ্যানের চাকায় পিষ্ট হয়ে রেশমা বেগম (২১) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক বিরামপুরে সোনালী ব্যাংক মোড় নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহত রেশমা বেগম মোটরসাইকেল যোগে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবার পথে বিরামপুরে সোনালী ব্যাংক মোড় নামক স্থানে পিছন দিক থেকে একটি কাভারভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রেশমা বেগম ছিটকে পড়ে যায় এবং তার মাথা মহাসড়কে চলন্ত একটি ট্রাকের পিছনের চাকায় রেশমা পিষ্ট হয়। পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভীন তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেশমা বেগম দিনাজপুর জেলঅর হাকিমপুর উপজেলার বলরামপুর ডাংগাপাড়া গ্রামের ফসিউল কাউছার এর স্ত্রী।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল যোগে রেশমা বেগম তার স্বামী ও এক সন্তান সহ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। রেশমা বেগম নিহত হলেও তার স্বামী ফসিউল কাউছার ও দেড় বছরের এক সন্তান রাফছান মাহী সুস্থ আছেন। ঘাতক কাভারভ্যানটি আটক করা হয়েছে।