• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৮

বিরলে বিনামূল্যে গাভী পেল সাত পরিবার



দিনাজপুর প্রতিনিধি►

দিনাজপুর বিরলে সংসারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য অসহায় দরিদ্র ৭টি পরিবারের ৭ জন নারীকে ৭টি গাভী বিনামূল্যে বিতরণ করা হয়েছে । 

আজ বুধবার (২৬ জুলাই) ৩নং ধামইর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং গ্রাম উন্নয়ন প্রচেষ্টা উদ্যোগে নারীদের স্বাবলম্ভি করার উদ্দেশ্যে ৭ নারীকে বিনামূল্যে একটি করে গাভী বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাভী বিতরণ করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার । এ সময় তিনি বলেন, গাভী পালনের মাধ্যমে আপনারা ভাগ্যের পরিবর্তন ঘটতে পারেন। সরকার কর্তৃক বিনামূল্যে যে গাভী আজ আপনারা পাচ্ছেন সেটাকে যতœ সহকারে পালন করবেন। আপনার এবং আপনার সন্তানকে দুধ খাওয়াতে ও বিক্রি করে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। আজকের একটি গাভী আগামী দিনে এখান থেকেই ১০টি গাভী হবে ।

গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান ও ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।