- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৫-২০২৪, সময়ঃ সকাল ১০:৫২
বিভিন্ন কর্মসূচিতে গাইবান্ধায় মহান মে দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক►
বিভিন্ন কর্মসূচিতে গাইবান্ধায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ মে) জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে র্যালিটি স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মো. ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, কাজী মকবুল হোসেন, আশরাফুল আলম বাদশা, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।
দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
এছাড়া মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরে র্যালি ও নিজ নিজ সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।