• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৯-২০২৩, সময়ঃ রাত ০৮:৫৪

বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে করতোয়ার পানি, বাঁধে ধ্বস



গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গোবিন্দগঞ্জের করতোয়া নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা দেখা দিয়েছে। করতোয়া নদীর পানির চাপে উপজেলার মহিমাগঞ্জের বোচাদহ বাঁধে দেখা দিয়েছে ধ্বস। 

এদিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড ধ্বসে যাওয়া বাঁধের অংশ মেরামতের জন্য রাত দিন কাজ করে যাচ্ছে। ফেলা হচ্ছে জিও ব্যাগ। নদীর পানি আজও বিপদ সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । ফলে বানের পানি নতুন নতুন এলাকার ঘরবাড়িতে প্রবেশ করায়।প্লাবিত হয়ে পড়েছে নতুন করে পৌর সভার নিম্নাঞ্চলের ঘরবাড়ী। এ সব এলাকার ঘরবাড়ীর মানুষ বাড়ীঘরে থাকতে না পেরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। 

 আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়  ও গোলাবাগ মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ভানভাসি মানুষের মাঝে শুকনা খাবার ও ত্রাণ বিতরণ করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি  আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী  বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।