- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০৮
বিপিএলে খেলার ছাড়পত্র পেলেন আরও ৫ পাকিস্তানি তারকা
মাধুকর ডেস্ক►
পাকিস্তানি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া নিয়ে চলতি বিপিএলের শুরু থেকেই জটিলতা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চুক্তিভুক্ত ক্রিকেটারদের দুটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিচ্ছে না তারা। তাই ফখর জামানদের মতো তারকা ক্রিকেটাররা বিপিএলে দল পেলেও খেলতে পারছেন না।
এরই মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পিসিবির ছাড়পত্র পেয়েছেন আরও পাঁচ ক্রিকেটার।
তারা হলেন আমের জামাল, সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদ।
এরই মধ্যে খুলনা টাইগার্সের হয়ে খেলতে মাঠেও নেমে গেছেন বাঁহাতি স্পিনার নেওয়াজ। অনাপত্তিপত্র পাওয়া ৫ ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ গতকালই বাংলাদেশে পা রেখেছেন।
বরিশালের হয়ে আরও খেলার কথা রয়েছে আহমেদ শেহজাদের। তিনি অনাপত্তিপত্রের আবেদন করেছেন। আন্তর্জাতিক অভিষেক না হওয়া বাঁহাতি পেসার আকিফ জাভেদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এ ছাড়া হাসনাইন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাইম আইয়ুব দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন।
ফ্র্যাঞ্চাইজিটির তরফে নিশ্চিত করা হয়েছে, চলতি বিপিএলে আর দেখা যাবে না শোয়েবকে। শোয়েবের এমন কাণ্ডে বিব্রত বরিশাল কর্তৃপক্ষ। এর আগে বিপিএলের ঢাকা পর্ব খেলেই হুট করে দুবাই চলে যান পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। সিলেট পর্বে যোগ দেওয়ার কথা থাকলেও আর ফিরছেন না তিনি।