- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৮
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি সাঘাটা উপজেলা ২য় সম্মেলন
নিজস্ব প্রতিবেদক ►
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি সাঘাটা উপজেলার ২য় সম্মেলন আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিলান কান্তি সরকার, মাসুদুর রহমান মাসুদ, এমএ মতিন মোল্লা, দেলোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, আব্দুল্যাহ আনছারী, মোসলেম উদ্দিন, সাজু মিয়া, আনিছুর রহমান, সাইফুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ, আজাহার আলী, শাহজাহান আলী, এনামুল হক, সুবাশ চন্দ্র প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন ইরি মৌসুমে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, কোনভাবেই বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করা, কৃষিতে আরও ভুর্তকি, সেচ মালিক ও বিদ্যুৎ গ্রাহকদের উপর বিভিন্ন অপ্রয়োজনীয় ফি বাতিল ও গ্রাহক হয়রানী বন্ধ করার দাবি জানান। তারা বলেন চলমান সেচ পাম্পের সংযোগের পার্শ্বে বিধিবর্হিভুত অন্য কোন সেচ সংযোগ প্রদান করা যাবে না।
অন্যদিকে সেচ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য সমস্ত দুর্নীতি বন্ধ এবং সেচ মালিকদের প্রতি অনুরোধ যাতে কোন কৃষকের সেচের সমস্যা না হয় সেদিকে গভীরভাবে নজর দেয়ারও দাবি জানান। এছাড়া বিদ্যুৎ বিভাগের কোন অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেন।