• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৩-২০২৪, সময়ঃ রাত ০৭:২৫

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ শুক্রবার (১ মার্চ) সকালে শহরের পুরাতন বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

বাম জোটের সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণ, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদ এর সভাপতি ওয়ারেস সরকার। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৭ জানুয়ারি ভোটারবিহীন তামাশার নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে জনগণের উপর স্টিমরোলার চালাচ্ছে। এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করলেও গত এক যুগে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বর্তমান সরকার ৯০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যা সরকারের আত্মীয় স্বজন দলীয় লোকজন পেয়েছে। স্থলভাগ এবং সমুদ্র বক্ষের গ্যাস অনুসন্ধান না করে ২০১৬ সাল থেকে সরকার এল এন জি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন এর পলিসি গ্রহণ করেছে। যা ছিল চরম  আত্মঘাতী। যার খেসারত এখন জনগনকে দিতে হচ্ছে। 

নেতারা আরো বলেন, সরকারের ভুলনীতি এবং দুর্নীতি র জন্য দায়ী ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ইনডেমনিটি আইন বাতিল করতে হবে। তাঁরা বাজার সিন্ডিকেট এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে সকল নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান।