• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১৪

বিজয়ের মাস উপলক্ষে গাইবান্ধায় সিপিবির পতাকা মিছিল



নিজস্ব প্রতিবেদক►

বিজয়ের মাস ও গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষে গাইবান্ধায় পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসব কর্মসূচি থেকে সংগঠনটির নেতাকর্মীরা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সিপিবির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার, ৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট থেকে পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে ডিবি রোডে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ। চব্বিশের গণঅভ্যূত্থানের চেতনাও বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। অতীতের শাসকেরা বারবার এ চেতনার বিপরীতে অবস্থান নিয়ে জনগণকে বঞ্চিত করেছে। তারা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।