- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫০
বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল উদযাপন করেছে দিনাজপুর বিএনপি
সুলতান মাহমুদ, দিনাজপুর ►
দিনাজপুরে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মিছিল করেছে বিএনপি। আজ সোমবার সকাল ১১ টার দিকে দিনাজপুর জেল রোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি পুষ্প মাল্য অর্পণ করেন।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনের নেতৃত্বে জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারী দলীয় নেতা কর্মীরা বিশেষ সুসজ্জিত লাল-সবুজের শাড়ি ব্লাউজ পড়ে এই বর্ণনাট্য র্যালিতে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য র্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি র্যালিতে প্রদর্শন করা হয়।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসকের আয়োজনে সকাল ৬.৪২ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
পরে পুলিশ সুপার নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা দের তালিকা সমৃদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের তালিকা স্মৃতিস্তম্ভের কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরের ঢেকে রেখেছিলেন। কয়েক স্তরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কেউ মোতায়েন করা হয়েছিল।