• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৯-২০২৪, সময়ঃ রাত ০৮:১৫

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় দোয়া মাহফিল



নিজস্ব প্রতিবেদক►

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় দোয়া মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ (রবিবার, ১ সেপ্টেম্বর) বিকেলে দলটির জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শদীদের সভাপতিত্বে জেলা বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবিব সোহেল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, আনিসুর রহমান নাদিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।