- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৯-২০২৩, সময়ঃ সকাল ১১:২১
বিএনপি নেতারা ব্রিটিশ হাইকমিশনারের বাসায়
মাধুকর ডেস্ক ►
বিএনপির কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে বৈঠক করেছেন। তবে কি বিষয়ে বৈঠক তা এখনও বিস্তারিত কিছু জানায়নি দু'পক্ষ। তবে বিএনপির এক নেতা জানায়, চলমান রাজনৈতিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সোমবার বিকেল সোয়া ৪টা থেকে ঘণ্টাব্যাপী বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন ছাড়াও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন। তবে চলমান রাজনৈতিক ইস্যুর দিকে ইঙ্গিত করে শামা ওবায়েদ বলেন, ব্রিটিশ একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।
এর আগে দুই দিনের সফরে সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমেন্যান্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন।