• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৪-২০২৩, সময়ঃ সকাল ১০:১০

বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, চালক আটক



পলাশবাড়ী প্রতিনিধি ►

জেলার সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাওন (১৩) নামে ইজিবাকের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন জেলার পৌরশহরের পূর্ব পাড়ার খোকা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে তুলসি ঘাট এলাকায় গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ইজিবাইক যাত্রী শাওন ঘটনাস্থলেই নিহত হয়।

এ দিকে ঘাতক বাসটি পালানোর সময় পলাশবাড়ী খাদ্য গুদামের সামনে চালকসহ ঘাতক বাসটিকে (ঢাকা-মেট্রো ব-১৫৩৯৩৪) আটক করে পুলিশ। আটক চালক বেলাল হোসেন জেলার সাদুল্লাপুর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা চালকসহ ঘাতক বাসটি আটক ও নিহতের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।