- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৩-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৭
বাল্যবিয়ে রোধে মায়ের ভুমিকা বেশি-সাংসদ শামীম
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
সমাজ গঠনে মাদের অবস্থান অনেক উপরে। সন্তানকে সুশিক্ষিত করতে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন মায়েরা। পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন চাকরির ক্ষেত্রে বর্তমানে মেয়েরা এগিয়ে রয়েছে। বাল্য বিয়ে রোধে মায়ের ভুমিকা সবচেয়ে বেশি। বৃদ্ধ বয়েসে মা ও বাবাদেকে বেশি সেবা করেন মেয়েরা। দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা নারী। সমাজে এখন নারীরা এগিয়ে রয়েছে। মা’রা পৃথিবীর বড় সম্পদ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। শনিবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মা সমাবেশে আরও বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, বিদ্যালয়ের সভাপতি আব্দুস সাত্তার বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।