- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-২-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৯
বাল্যবিয়ে: আসামে গ্রেপ্তার দুই হাজার
অনলাইন ডেস্ক ►
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ বাল্যবিয়ে ঠেকাতে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে বাল্যবিয়ে করেছে এমন ছেলেরা ছাড়াও আছে তাদের পরিবারের সদস্য, কাজী ও পুরোহিতরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসাম পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, চলমান বাল্যবিয়ে বিরোধী অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৫৮ জন। এই অভিযান ২০২৬ এর বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে। খবর- বিবিসি।
আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি বিয়ের বয়স এবং কম বয়সে মাতৃত্বের বিপদ নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন। সেই সূত্রেই তিনি এই সপ্তাহের গোড়ার দিকে ঘোষণা করেন, বাল্যবিয়ের অপরাধে যুক্তদের একটা তালিকা করা হয়েছে।
আসাম পুলিশ বলছে, চার হাজার চারটি বাল্যবিয়ের মামলা রুজু হয়েছে। এইসব মামলায় অভিযুক্ত আট হাজারেরও বেশি মানুষ। সেই সব মামলার ভিত্তিতে শুক্রবার থেকে পুলিশ ধরপাকড় শুরু করে।