• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:২৭

বালুর স্তুপ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার



নীলফামারী প্রতিনিধি►

নীলফামারীর কিশোরগঞ্জে বালুর স্তুপ থেকে অজ্ঞাতনামা এক ব‍্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার (২৭ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার চাদখানাঁ ইউনিয়নের সরঞ্জাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

সেখানে ধাইজান নদীর পাড়ে বালুর স্তুপ থেকে শিয়াল লাশটি টেনে হেচঁড়ে বের করায় চারিদিকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। প্রায় ৩৫ বছর বয়সী যুবকের লাশ দিগম্বর অবস্থায় পড়ে ছিল।

জানা যায়, স্থানীয় এক ব‍্যক্তি গরুর জন‍্য ঘাস কাটতে গিয়ে গন্ধ শুকতে পায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ তাৎক্ষণিক ছুটে গিয়ে বালুর স্তুপ থেকে লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

মৃত‍ ব‍্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা তাকে মেরে ফেলে বালু চাপা দিয়ে রেখে গেছে। তবে আশংকা করা হচ্ছে মাছুয়াপাড়া বাশোপাড়া গ্রামের একরামুল হকের ছেলে মোর্শেদুল হক (৩৫) হতে পারে।

বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন জানান, প্রায় সপ্তাহ খানেক আগে মোর্শেদুল নিখোঁজ হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। ওই লাশটি বিকৃত হওয়ার কারণে পরিবারের লোকজন সনাক্ত করতে পারেনি।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ জানান, একজন অজ্ঞাতনামা ব‍্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এখনো তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই ক্লু বের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।