• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১২

বালু উত্তোলন বন্ধে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ রক্ষায় অবৈধভাবে করতোয়া নদীসহ উপজেলার বিভিন্নস্থানের ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন ও বিপনন বন্ধে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টায় থানা চৌমাথা মোড়ে  মানববন্ধন চলঅকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা জেএসডি, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, সাধারণ সম্পাদক জননেতা আলী আজগর আরজ, বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক  কালা মানিক দেব, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর  রহমান, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, জাতীয় মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু প্রমুখ।

বক্তারা অবিলম্বে গোবিন্দগঞ্জ উপজেলা মানুষের স্বার্থে পরিবেশ রক্ষায় অবিলম্বে করতোয়া নদী ও উপজেলার বিভিন্ন স্থানের ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপনন বন্ধ করে এলাকার আবাদি জমি, বাড়ি ঘর,রাস্তাঘাট রক্ষা সহ দুর্ঘটনাজনিত হত্যাকান্ড বন্ধ করার আহ্বান জানান।