• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১০-২০২৩, সময়ঃ দুপুর ১২:৪৬

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালো ছয় বছরের শিশু



নিজস্ব প্রতিবেদক

সুন্দরগঞ্জে মহসিন মিয়া নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কিশামত গ্রাম সংলগ্ন তিস্তা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশু মহসিন তালুক বেলকা গ্রামের মিস্ত্রিপাড়ার নওশা মিয়ার ছেলে ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। তিনি স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে জানান, মহসিন মিয়া গত সোমবার বাবার সঙ্গে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে রংপুর থেকে ফার্য়ার সার্ভিসের ডুবুরি দল এসে খুঁজতে থাকে। খোজাঁর এক পর্যায়ে রাত হয়ে যায়। আজ মঙ্গলবার সকালে ডুবুরি দল আবারও খুঁজতে থাকে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।