- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৫-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২১
বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষিতে দেওয়ার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক►
বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষিতে দেওয়াসহ ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে কৃষকেরা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (রবিবার, ২৬ মে) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, সদর উপজেলা শাখার সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, জেলা কমিটির সদস্য আফরোজা আব্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্ট নেতা একাব্বর আলি।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের কৃষি-কৃষক রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার শিকার। কৃষক সমাজ দেশের ১৭ কোটি মানুষের আহার যোগালেও প্রতিবছর কৃষি খাতে ভর্তুকি কমছে।
বক্তারা উৎপাদনের খরচের সাথে ৪০ শতাংশ লাভ যুক্ত করে কৃষি ফসলের লাভজনক দাম নির্ধারণ, প্রতি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ৫০ লাখ টন ধান ক্রয়, কৃষকদের নামে সকল সার্টিফিকেট মামলা প্রত্যাহারসহ আট দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে কৃষক ফ্রন্টের একটি প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
উল্লেখ্য, আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১০ থেকে ২৫ মে দাবি পক্ষ পালন করে সংগঠনটি।