• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৩-২০২৪, সময়ঃ রাত ০৭:১৫

বাগদা ফার্মে ইপিজেড না করে বাপ-দাদার জমি ফেরতের দাবি সাঁওতালদের



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে ইপিজেড না করে বাপ-দাদার জমি ফেরতসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে আদিবাসী সাঁওতালরা। আজ রবিবার (১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসককে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এর আগে, বেলা ১২টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ডাকে এতে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর দুই শতাধিক মানুষ অংশ নেন। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান সমাবেশ করে। সংগ্রাম কমিটির সভাপতি বার্নাবাস টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিদারুল ভূঁইয়া, সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহবান মৃণাল কান্তি, সামিউল ইসলাম রাসু, গণেশ মুরমু ও সাবু মিয়া প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আরিফুল ইসলাম মিজান। 

বক্তারা বাগদা ফার্মে ইপিজেড না করে সাঁওতালদের বাপ-দাদার জমি ফেরতসহ ৭ দফা দাবি জানান।