- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩২
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধায় যৌথ সম্মেলন: আলোচনা সভা ও কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ►
"ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই" এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা গাইবান্ধা জেলার যৌথ ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শুক্রবার শহরের কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির মাতৃঅঙ্গনে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠন এর পতাকা উত্তোলন শেষে নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থীরা। আলোচনার শুরুতে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: তাপস কান্তি পাল।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বক্সী সূর্য্য।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক এ্যাড: অনুপ কুমার সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শিপন বাড়াইক, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুদীপ্ত সরকার সূর্য্য, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শিমুল সাহা,হিল্লোল সরকার,সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু, সমাজকল্যাণ সম্পাদক দীপন বণিক সমাবেশ।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার ধর্মীয় বিষয়ক সম্পাদক গোপাল পাল। শোক প্রস্তাব পাঠ করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সদস্য সচিব বিলাস মহন্ত শুভ। সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা আহবায়ক সুমন চক্রবর্তী ও ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার আহবায়ক মানিক কুমার বর্মন।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সদস্য সচিব অভিজিৎ দাস অভি ও ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সদস্য সচিব বিলাস মহন্ত শুভ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার যুগ্ন সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার যুব বিষয়ক সম্পাদক পলাশ চাকী সহ অনেকে।
বক্তারা বলেন, হিন্দুদের দাবী আদায়ে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে হবে। নারীদের অংশগ্রহণে নির্বাচন করতে হবে। মডেল মন্দির, গীর্জা, প্যাকোডা নির্মান সহ এসবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাবি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ। অর্পিত সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি, মেয়েদের সম্পত্তির অধিকারের আগে জীবনের নিরাপত্তা দাবি জানান। রাজনৈতিক ছত্রছায়ায় দূর্গাপুজা সহ বিভিন্ন পুজার আগে মন্দির ও মূর্তি ভাংগন থেকে পরিত্রান চান। শেষে কমিটি গঠন এর লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।