• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৮

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে



স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছেন। শনিবার (১৬ ডিসেম্বর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। পূর্ব লন্ডনে বাফালো পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে দুইদল।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২০ ডিসেম্বর। পচেফস্ট্রোমের সেনেস পার্কে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। দুই দিন বিরতির পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর। বেনোনের উইলোমোরে পার্কে হবে ম্যাচটি। এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ।

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল,  স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।