- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০২
বঙ্গবন্ধুর সমাধিতে গাইবান্ধা-৫ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা
মাধুকর ডেস্ক ►
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, এমপি।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকরা ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মাহমুদ হাসান রিপন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়। পরে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের শ্রামাগারের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছিল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩শ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে শূন্য হয় গাইবান্ধা-৫ আসন। এ আসনে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন বিপুল ভোটে বিজয়ী হন।