- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৯
বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাত অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছে-হুইপ ইকবালুর রহিম এমপি
দিনাজপুর প্রতিনিধি ►
২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন আজকের এই শিক্ষার্থীরাই তা বাস্তবায়ন করবেন উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। আর এই রোডম্যাপের পিলার হচ্ছে চারটি- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্ন্যান্স।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর সরকারি কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হুইপ ইকবাল বলেন, আজকের শিক্ষার্থীরা স্মার্ট হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে। কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাত অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি জামাতের সকল পরিকল্পনা রুখে দিতে হবে। সেই সাথে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে এ দেশ তলাবিহীন ঝুড়ির দেশ ছিল। বিএনপি-জামাত এ দেশকে লুটপাট, দুর্ণীতিতে পরিনত করেছিল। দেশের মানুষ শান্তিতে ছিল না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে। ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই দেশের মানুষ সুফল ভোগ করছে।
দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য বিশেষ অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, দিনাজপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজদানী মার্শাল, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম, নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক ও প্রাণী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম আল আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ওমর ফারুক বাহাদুর, নবীন শিক্ষার্থী কলেজের দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের রিফা ইসলাম রাকা ও একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের মো. সোহাইমিম ইসলাম সিফাত, কৃতি শিক্ষার্থী ¯œাকোত্তর (শিক্ষাবর্ষ) সমাজ বিজ্ঞান বিভাগের রুহুল আমীন। আলোচনা পূর্বে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় দিনাজপুর সরকারি কলেজ। আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।
অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। পরিকল্পনায় ছিলেন সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জিব সাহা। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আভাস ব্যান্ডের তুহিন ও কলেজের নাট্য ও সাংস্কৃতিক ঐক্য জোটের শিক্ষার্থীরা।
এর আগে দিনাজপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন করেন এবং শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশা লতা রায়।