• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৪

বইপড়া কর্মসূচির উদ্বোধন



মাধুকর ডেস্ক ►

বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে শুরু হলো বইপড়া কার্যক্রম। রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশের চিফ এক্সর্টানাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)।

এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্য লেফটেন্যান্ট কর্নেল কে এম সোলায়মান আল মামুন এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

ছাত্রছাত্রীদের পাঠ্য পুস্তকের বাইরেও বইপড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে নয় বছর ধরে বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ।