• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩৮

ফুলবাড়ীতে শীতার্ত দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ 



ফুলবাড়ী প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাই একতা যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বুধবার (২৮ ডিসেম্বর) দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় বারাইহাট বাজারে বাজারে আয়োজিত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী এবং বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বারাই একতা যুব উন্নয়ন সমিতির সভাপতি শাহাদাত আলী। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, অ্যাড. মোকাররম হোসেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য ফজার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কুরমুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেদার মন্ডল, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমানুল্লাহ, বারাই শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের সভাপতি রবীন্দ্রনাথ সরকার, এলুয়ারী ইউনিয়ন যুবলীগ সভাপতি শামীম হাসান প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে ১৫০ জন অসহায় দুস্থের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণসহ মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।