• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-২-২০২৪, সময়ঃ সকাল ১১:১৪

ফুলবাড়ীতে রঙিন বাঁধাকপি চাষে মিলনের বাজিমাত



সুলতান মাহমুদ চৌধুরী, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী গ্রামে ২০ শতক জমিতে কৃষক মিলন রানা প্রথমবার রঙিন বাঁধাকপি চাষ করেই বাজিমাত করেছেন। পুষ্টিগুন সমৃদ্ধ এই রঙিন বাঁধাকপির বাজারে চাহিদা আর দাম ভাল পাওয়ায় আগামী বছর আরো বেশি জমিতে চাষ করতে আগ্রহী মিলন রানাসহ এই গ্রামের অন্য চাষীরা । 

জানা গেছে, গত ২৯ অক্টোবর ২০২৩ তারিখে এই রঙিন বাধা কপির বীজ বোপন করেন মিলন রানা । এটি ছিল  ফুলবাড়ী উপজেলায় এই প্রথম রঙিন বাধাকপি চাষ । 

ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় রবি কিং মৌসুম ২৩-২৪ অর্থ বছরের টেকশই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ। মুলত মিলন রানা  প্রদর্শনী হিসাবেই এই রঙিন বাধাকপির চাষ শুরু করেন। জমিতে লাগানোর দুই মাসে মধ্যে এই রঙিন ফুলকপি পরিপুক্ত ও বেশ বড় আধার ধারন করেছে ।  যাহা উত্তোলন করে বাজারে বিক্রয় করা সম্ভব। বর্তমান বাজারে এই রঙিন বাধাকপি প্রতি কেজি ৫০টাকা দরে বিক্রয় হচ্ছে। 

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে কৃষক মিলন রানা বলেন, ফুলবাড়ী কৃষি কর্মকর্তার সার্ভিক সহযোগিতায়  এই প্রথম রঙিন বাধাকপির  চাষ করি । আমার মাত্র ২০ শতক জমিতে ৭২০ পিচ বাধাকপির চারা রোপন করেছি। নিয়ম মাফিক পরিচর্চা আর জৈব ও   কিছু রাায়নিক সার ব্যবহার করেই এই সাফল্য । প্রতিটি রঙিন বাধা কপি এক থেকে দেড় কেজি হয়েছে । বাজারে চাহিদা আর ভাল দাম পাওয়ায় অনেক খুজি লগছে । 

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, ফুলবাড়ীতে এই প্রথম রঙিন পাতা কপির চাষ প্রদর্শনী হিসেবে লাগানো হয়েছে কৃষক মিলন রানা সফল হয়েছে। আমরা কৃষি দপ্তর থেকে সব রকম সহযোগিতা করেছি কৃষক মিলন রানাকে। প্রদর্শনীর রঙিন বাধাকপর ক্ষেত দেখতে এসে আনন্দিত এবং সফলতা বোধ মনে করছেন।