- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫১
ফুলবাড়ীতে প্রাথমিকের ৭৮ জন সহকারি শিক্ষকের যোগদান
ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী ►
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন শিক্ষক গতকাল সোমবার (২৩ জানুয়ারি) যোগদান করেছেন।
দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়ার কাছে নিয়োগের নিয়োগপত্র জমাদানের মাধ্যমে যোগদান করেন নিয়োগপ্রাপ্তরা। এ সময় যোগদানকারি শিক্ষকদের ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন সহকারি শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান জামান, শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ জ্যেষ্ঠ শিক্ষকগণ। এরআগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা গত রোববার (২২ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তার দপ্তরে তারা যোগদান করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার পৌরএলাকাসহ সাতটি ইউনিয়ন এলাকায় ১০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৬২ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদশূন্য রয়েছে। এছাড়াও ১০৯ বিদ্যালয়ের ৬৫২ টি সহকারি শিক্ষকের পদের মধ্যে ৮৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এরমধ্যে গতকাল সোমবার (২৩ জানুয়ারি) ৭৮ জন সহকারি শিক্ষক যোগদান করায় ৮৪ শূন্য পদের মধ্যে ৭৮টি পূরণ হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়া বলেন, উপজেলার ১০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২টিতে প্রধান শিক্ষকের পদশূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়াও বিদ্যালয়গুলোর মধ্যে ৬৫২টি সহকারি শিক্ষক পদের মধ্যে ৮৪টি পদ দির্ঘদিন ধরে শূন্য ছিল। ৭৮জন সহকারি শিক্ষক যোগদান করায় শূন্যপদগুলোতে পূরণ করা হবে। এতে করে শিক্ষকের সংকট কেটে যাবে।