• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৬

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের সমাবেশ



ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী ►

দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের অপসারণ চেয়ে বিক্ষোভসহ সমাবেশ করেছেন অভিভাবকরা। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয় চত্বরে অর্ধশতাধিক অভিভাবক বিক্ষোভ ও সমাবেশ করেন। বিক্ষোভ ও মানববন্ধনের নামে প্রধান শিক্ষক কোমলমতি ছেলেমেয়েদের ব্যবহার করার অভিযোগে প্রধান শিক্ষকের বিচার দাবিও করা হয়।

 অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন নিজের স্বার্থ চরিতার্থের জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটনের বিরুদ্ধে বিদ্যালয় সম্মুখ সড়কে বিক্ষোভসহ মানববন্ধন করিয়েছেন। কি ঘটনায়, কি কারণে ছেলেমেয়েদের মানববন্ধনে ডাকা হয়েছে তা কোনো ছেলেমেয়েই বলতে পারেনা। শুধু তাদেরকে বলা হয়েছে মেয়র মাহমুদ আলম লিটন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন এজন্য মানববন্ধন করা হবে।

অভিভাবক শাহিনুর আলম, মঞ্জুরুল ইসলাম, পল্লী চিকিৎস মো. মুকুল, মেহের আলী, পল্লী চিকিৎস মো. মানিকসহ একাধিক অভিভাবক  বলেন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলমের সঙ্গে প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনের কি কারণে দ্বন্দ্ব হয়ে সেটি তাদের নিতান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে বিদ্যালয় ছুটি চলাকালীন সময় শিক্ষার্থীদের ডেকে এনে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সামনে রোদের মধ্যে বিক্ষোভ ও মানববন্ধন করিয়েছেন। ছেলেমেয়েরা বাড়ীতে গিয়ে অভিভাবকদের বলেছে, প্রধান শিক্ষক তাদেরকে দিয়ে মানববন্ধন করিয়েছেন। প্রচন্ড গরমে কোনো ছেলেমেয়েদের কোনো কিছু হলে তার দায়দায়িত্ব করে নিত? অভিভাবকরা ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে ভর্তি করেন শিক্ষাগ্রহণের জন্য।

কোরো বিরুদ্ধে বিক্ষোভ কিংবা মানববন্ধন করার জন্য নয়।  প্রধান শিক্ষকের সঙ্গে পৌর মেয়রের কোনো সমস্যা থাকলে সেটি তারা নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। কিন্তু প্রধান শিক্ষক সেটি না করে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করিয়ে চরম গরহিত কাজ করেছেন। এজন্য তার বিচার হওয়ার পাশাপাশি বিদ্যালয় থেকে অপসারণ দাবি করা হচ্ছে। দাবি বাস্তবায়নের জন্য আগামীতে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন অভিভাবকরা। 

অভিভাবকরা বলেন, সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষার পরও প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন বিদ্যালয়ে না আসার জন্য তার সাথে এ বিষয়ে কথা বলা কিংবা কি কারণে ছেলেমেয়েদেরকে মানববন্ধনে অংশগ্রহণ করানো হয়েছে সে বিষয়ে কৈফিয়ত নেওয়া যায়নি। 

এ বিষয়ে প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন বলেন, মেয়রের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন সম্পর্কে তিনি কিছুই জানতেন না। বিদ্যালয়ে এসে কাজ করার এক পর্যায়ে জানতে পারেন শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করছে। ওই মানববন্ধনের সঙ্গে তার কোনো সম্পর্কে নেই। উপজেলা পরিষদ সভাকক্ষে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পর্কিত শিক্ষা অফিসের আলোচনা সভায় থাকায় অভিভাবকদের সঙ্গে দেখা হয়নি।

ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর মিল্টন বলেন, অভিভাবকদের বিদ্যালয় চত্বরে বিক্ষোভ ও সমাবেশের বিষয়টি আমার জানা নেই, তবে চলমান ঘটনাটি নিষ্পত্তির জন্য উভয়পক্ষকে নিয়ে সম্মানজনক নিষ্পত্তির উদ্যোগে নেওয়া হচ্ছে।  

উল্লেখ্য, ১৮ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদের উপহারের দুস্থদের চাল বিতরণকালে অতিরিক্ত কয়েকটি শ্রেণিকক্ষ খুলে চাল বিতরণ করার কারণে প্রধান শিক্ষক তার কর্মচারিকে বকাবকি করার জের ধরে পৌর মেয়র ও তার শুভাকাঙ্খিদের মধ্যে বচসা হয়। ওই ঘটনায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগ তুলে গত ২৫ এপ্রিল সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় সম্মুখ সড়কে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করে।