- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-২-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১৪
ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন
ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী ►
দিনাজপুরের ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী প্রেসকাব হলরুমে সকাল ১১টায় ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ইজাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরজু বেগম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসকাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ মা’র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ ও ফটো সাংবাদিক কাজী আব্দুল খালেক।
সভায় সর্বসম্মতিক্রমে মো. ইজাজুল হককে সভাপতি, আরজু বেগমকে সাধারণ সম্পাদক ও আব্দুল মোন্নাফকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি পদে ইজাজুল হক, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আরজু বেগম, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আব্দুল মোন্নাফ, দপ্তর সম্পাদক তরুণ কুমার, কার্যনির্বাহী সদস্য আব্দুল জব্বার, মোয়াজ্জেম হোসেন ও মাহফুজ আল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সংবাদপত্রের ভিত হচ্ছে পত্রিকা। সংবাদপত্র বিপননকারীরা আছেন বলেই পাঠক ভোর সকালেই চায়ের টেবিলে পত্রিকা পাঠের সুযোগ পাচ্ছেন। পত্রিকার মেরুদন্ড হচ্ছেন হকার ভাই-বোনেরা। ফুলবাড়ী সংবাদপত্র হকার্স ইউনিয়ন তাদের নিজস্ব দাবি আদায়ের সংগঠন হিসেবে কাজ করবে বলে আশা করেন বক্তারা।