• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০২

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন



ফুলবাড়ী প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকবাবে শহীদ মিনারের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান।

এ সময় উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক মিনা দেবী, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক এহতেশাম আহমেদ, সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক মঞ্জিল মোরশেদ, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক কামরুজ্জামান মাসুদ, সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুৎ, প্রভাষক চন্দনা রানীসহ শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস যৌথভাবে কলেজের পক্ষ থেকে নবনির্মিত শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।