- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:১৪
ফুলছড়ির চরাঞ্চলে সামাজিক অপরাধ নিরোধে পুলিশের মতবিনিময়
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে মাদক,জঙ্গী, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক অপরাধ নিরোধের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার (৫জুন) ফুলছড়ি থানা পুলিশের আয়োজনে উপজেলার দুর্গম চরাঞ্চলের টেংরাকান্দি এম এ সবুর দাখিল মাদ্রাসা মাঠে মাদক, জঙ্গী, সন্ত্রাসবাদ ও অন্যান্য সামাজিক অপরাধ নিরোধের নিমিত্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, ফুলছড়ি থানার ওসি রজব আলী, টেংরাকান্দি এম এ সবুর দাখিল মাদ্রাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সবুর সরকার, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান। সভায় ফুলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশগণ, টেংরাকান্দি এম এ সবুর দাখিল মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ।