• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৩-২০২৫, সময়ঃ সকাল ১০:২৬

ফুলছড়িতে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার



আমিনুল হক, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির ছেলে। এ ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় ওই গ্রামের বিষা শেখ গল্প শোনানোর কথা বলে কৌশলে ওই শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি তার হাত থেকে মুক্তি পেয়ে দৌঁড়ে বাড়িতে গিয়ে বাবামায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। 

স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ নিজের দোষ স্বীকার করে বলেন, শয়তানের প্ররোচণায় একাজ করেছি। পরে জনতা আটক বৃদ্ধের বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

পুলিশ জানায়, ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, ঘটনা জানার পর পুলিশ অভিযুক্ত বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। ভিকটিম ও তার পরিবারের লোকজনকে থানায় এসেছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান ।

এদিকে ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুণরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।