- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-১২-২০২৪, সময়ঃ রাত ০৭:০৬
ফুলছড়িতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক►
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর ) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের টেক্কার বাজার সংলগ্ন সোনাভানের বাড়ির উঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুনের পরিচালনায় ও নারীদলের সভাপ্রধান জাহানারা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার (MEAL) তানজিন কিবরিয়া লাবণ্য, ফুলছড়ি উপজেলা ক্রিয়া প্রকল্প অফিসের একাউন্টস এন্ড এডমিন অফিসার সাবিনা ইয়াসমিন, ডালিয়া নারী দলের সম্পাদক শোনাভান বেগমসহ প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষার্থী, ক্রিয়া প্রকল্পের বিভিন্ন দলের সদস্যসহ প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে আমরা প্রতিশ্রুতি বদ্ধ। মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।