- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৮-২০২৪, সময়ঃ রাত ০৭:০৬
ফুলছড়িতে বিনামূল্যে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিনামূল্যে শিক্ষার্থীসহ ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছে ‘জুম বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ (শনিবার, ১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী বিনামূ্ল্যে এ কর্মসূচির আয়োজন করে জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা স্বাধীন সরকার নামে এক স্কুলশিক্ষার্থী বলেন, ‘বন্ধুদের সাথে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করালাম। প্রথমে ভয় পেয়েছিলাম। বড় হয়ে মানুষকে রক্ত দেব।’
জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার আহ্বায়ক মোঃ রাকিব হাসান রিফাত বলেন-, ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। আমাদের লক্ষ্য রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানুষ যাতে রক্তদানে উদ্বুদ্ধ হয়।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়।’