• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৯

ফুলছড়িতে প্রাণীসম্পদের জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন



ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে প্রাণীসম্পদ দপ্তরের আওতায় জলবায়ু সহনশীল মুরগির ঘর উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার (১৬ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় স্ক্যাভেজিং চিকেন ভ্যালু চেইন উৎপাদক দলের সদস্যদের ইনভেস্টমেন্ট সাপোর্ট হিসেবে প্রদত্ত অর্থ দিয়ে উৎপাদক দলের সদস্য কর্তৃক নির্মিত জলবায়ু সহনশীল মুরগির ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলার পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা উম্মে নুজহাতুল জান্নাত নুরী প্রমুখ। 

উপজেলা প্রাণীসম্পদ ডা: জহিরুল ইসলাম জানান, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া ও উদাখালী ইউনিয়নের সোনারপাড়া পারিবারিক মুরগি উৎপাদনকারী দলের ৫৬জন সদস্যের বাড়িতে জলবায়ু সহনশীল মুরগির ঘর প্রদান করা হয়েছে। প্রাণীসম্পদ অফিস কর্তৃক চেকের মাধ্যমে প্রদত্ত ২০ হাজার টাকা ব্যয়ে সদস্যরা নিজেরাই সরবরাহকৃত নকশা অনুযায়ী এসব ঘর তৈরি করেছেন।