• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৮

ফুলছড়িতে প্রশাসনের সাথে কৃষক প্রতিনিধিদের এডভোকেসী সভা



ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার ফুলছড়িতে স্থানীয় প্রশাসন এবং কৃষক নেতৃত্বাধীন প্রতিনিধিদের সাথে তাদের অগ্রাধিকার বিষয় নিয়ে এডভোকেসী ও লবি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ জুলাই) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী সুবির কুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি লাজু মিয়া, সহ-সভাপতি বাবলু মিয়া, কৃষাণী লাকী বেগম, কৃষক আব্দুল কাদের, কৃষক রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের প্রতিনিধি সহ ৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।