- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:২৪
ফুলছড়িতে দিনব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান আঞ্জুমনোয়ারা মেরি, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, খামারী আলমগীর হোসেন, মতিয়ার রহমান প্রমুখ।
এরআগে প্রধান অতিথি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রদর্শনীতে ৩৮টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এ প্রদর্শনী উপভোগ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারিদের পুরস্কৃত করা হয়।