- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-১-২০২৩, সময়ঃ রাত ০৮:১৬
ফুলছড়িতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)'র সহায়তায় বুধবার (১১ জানুয়ারি) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপপরিচালক রবিউল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, জাইকার প্রতিনিধি অরবিন্দু বর্মন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক সাহিম রেজা, শিক্ষক ফারুকুল ইসলাম, উদ্যোক্তা মহিউদ্দিন আহমেদ, মনোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, মামুন মিয়া প্রমুখ।